সব
উৎসব কমিউনিটি সেন্টা হলরুমে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মহানগর কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মহানগর কমিটির এসএম কে মিজান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শিবলী সাদিক খান, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, বিজয় টেলিভিশনের ব্যুরো চীফ আব্দুল হক লিটন, আলোকিত ময়মনসিংহ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল হালিম, বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ, সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি সাদেকুর রহমান।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা সাধারণ সম্পাদক আজহারুল আলম, সুলতান রহমান বাপ্পি, সোহানুর রহমান, আব্দুল হাকিম, সাদিয়া সুলতানা , দিন ইসলাম, মাজহারুল ইসলাম ফরহাদ, রিফাদ তালুকদার, আমিনুল ইসলাম, সোহেল, সাত্তার, বিসু সাহা ও পপি আক্তার প্রমূখ।
এ সময় বাংলাদেশ ফিলিস্তিনসহ সারা দুনিয়ার নির্যাতিত মজলুম মুসলমানদের শান্তি সফলতা ঐক্য ও হেদায়েতের জন্য দোয়া করা হয়।
মন্তব্য