সব
ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে চুরি,ডাকাতির চেষ্টা ও অন্যান্য মামলার আসামীসহ বিভিন্ন অপরাধে ১০ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,এসআই(নিঃ) মোঃ আন্নান উল আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। মোঃ ইস্রাফিল (২৪), পিতা-ইদু মিয়া @ ইদ্রিস আলী, সাং-দক্ষিণ চর কালিবাড়ী, ২। মোঃ আশিকুর রহমান @ আশিক মাসুদ @ সাজ্জাদ (২৫), পিতা-আঃ রশিদ, মাতা-নাছিমা বেগম, সাং-চর ঈশ^রদিয়া (কালিবাড়ী), উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ শরিফুল ইসলাম (২৫), পিতা-মোঃ ফখর উদ্দিন, মাতা-মাজেদা খাতুন, সাং-চর গোবিন্দপুর বেপারী বাড়ী (সালাম মেম্বারের বাড়ীর পশ্চিম গোরস্থানের দক্ষিনে), ২। মোঃ পারভেজ (২২), পিতা-মোঃ রোকন মিয়া, মাতা- পারভীন আক্তার, সাং-চর খরিচা, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
জেলা মাদকদ্রব্য সংস্থা, ময়মনসিংহ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ শাকিল মিয়া (৩২), পিতা-মোঃ মলাই মিয়া, মাতা- মোছাঃ শাহানা বেগম, সাং-সুলতানপুর (পঞ্চবটি)উত্তরপাড়া, থানা ও জেলা- ব্রাহ্মনবাড়িয়া, ২। মোঃ রনি (২৪), পিতা-মোঃ সেলিম মিয়া, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, সাং-আকসিনা পূর্বপাড়া, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়িয়াদ্বয়কে কোতোয়ালী মডেল মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই আলী আকবর, এসআই সাইফুল ইসলাম, এএসআই শেখ হাবিবুর রহমান, ও এএসআই মোঃ আয়েছ মিঞা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। মোঃ হাজাম মন্ডল , পিতা-মোঃ শামছুদ্দিন মন্ডল, স্থায়ী: গ্রাম- চর কালীবাড়ী (পো: লাল কুঠি দরবার শরীফ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
২। সুজন আহাম্মদ , পিতা-মোঃ ফজল, স্থায়ী : গ্রাম- বয়ড়া (ভালুকা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৩। শাহজাহান মিয়া (৬৭) (২২), মৃত তৈয়ব আলী, স্থায়ী: গ্রাম- চর কালীবাড়ী (কান্দা পাড়া, ওয়ার্ড, নং ৩২, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, ময়মনসিংহ, বাংলাদেশ।
৪। মোঃ সেলিম (৪৫), পিতা-মৃত তোতা মিয়া, স্থায়ী-১: গ্রাম- চুরখাই (কান্দাপাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
মন্তব্য