সব
নেত্রকোনার দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে উপজেলা প্রশাসন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নাভিদ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খলিফা, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা প্লাস্টার স্নিগ্ধেন্দু বাউল,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান আবুচান, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সিপিবি কেন্দ্রীয় কমিটি সদস্য ডা. দিবালোক সিংহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধার সন্তান কবি বিদ্যুৎ সরকার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান, থানা ওসি মো. মাহমুদুল হাসান।
আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন।
মন্তব্য