সব
ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে চুরি ও অন্যান্য মামলার আসামীসহ বিভিন্ন অপরাধে ১২ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,এসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ রুবেল মিয়া(৩০), পিতা-মৃত দেলোয়ার হোসেন, মাতা-রোজেদা খাতুন, সাং-বয়ড়া পশ্চিমপাড়া, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ শরীফ (৩০), (আওয়ামীলীগ সমর্থক), পিতা-মৃত ইদ্রিস আলী, মাতা-মৃত মালেকা খাতুন, সাং-আকুয়া খালপাড়, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করে। এসআই(নিঃ) রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া যৌতুক আইনে মামলার আসামী ১। মোঃ বাছিরুল আমিন ওরফে ইভান (৪২), পিতা- মৃত রুহুল আমিন, সাং-৩২ চরপাড়া নয়াপাড়া, মেডিকেল কলেজ গেইট, এপি- পুলিশ লাইন্স উত্তরা, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করে।
এসআই(নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। বাবুল মিয়া (৪৭), পিতা মৃত-আমছর আলী, মাতা-মোছাঃ নুরজাহান, সাং- বোররচর মির্ধাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করে ।
এসআই(নিঃ) মোঃ মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আসিফ হোসেন @ ডন (৫৮), আওয়ামীলীগের সমর্থক, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র ময়মনসিংহ সিটি কর্পোরেশন), পিতা:মৃত-আলতাফ হোসেন,মাতা: মৃত-গোলজার মহল, সাং-০৩ কে.বি ইসমাইল রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করে ।
ইহাছাড়াও এসআই মোঃ খোরশেদ আলম, এএসআই স্বপন আকন্দ, এএসআই শওকত হোসেন, ও এএসআই মাহমুদুল হাসান জামান, এএসআই ফরহাদ উদ্দিন, এএসআই আনছার আলী, এএসআই স্বপন আকন্দ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৭ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। মোঃ লিটন আল সাগর , পিতা-মোঃ খোরশেদ আমীন, স্থায়ী: (সাং-আকুয়া মোড়ল পাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
২। নন্দ পাল , পিতা-নালিনী রঞ্জন পাল, স্থায়ী: গ্রাম- ছোট বাজার (৬০ নং ছোট বাজার, ময়মনসিংহ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৩। মোঃ সুলতান মাহমুদ , পিতা-মোঃ আঃ হাই মন্ডল, স্থায়ী: গ্রাম- পাড়াইল (চর ঘাগড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৪। নাজমা , পিতা-/স্বামী: সেলিম, স্থায়ী: গ্রাম- গোহাইল কান্দি পুর্ব (পো: ময়মনসিংহ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৫। মোঃ বিল্লাল হোসেন , পিতা-মৃতঃ কেরামত আলী, স্থায়ী : গ্রাম- সানকিপাড়া প্রভাতি সেনা বাইলের সিনেমা হলের পিছনে, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা – ময়মনসিংহ, বাংলাদেশ
৬। মোঃ শহীদুল ইসলাম , পিতা-মৃত আব্দুল মজিদ, স্থায়ী: গ্রাম- বাঘমারা (মেডিকেল গেইট) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৭। মোঃ হারুন অর রশিদ আকন্দ , পিতা-মোঃ আবুল হাসেম আকন্দ, স্থায়ী: (সাং- সুদারপুর আকন্দপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞআদালতে প্রেরন করা হইয়াছে।
মন্তব্য