সব
ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে দস্যুতা,মাদক ও অন্যান্য মামলার আসামীসহ বিভিন্ন অপরাধে ১০ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,এসআই(নিঃ) মাকসুমুল হাসান খালিদ, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতা মামলার আসামী ১। মোঃ সাফওয়ান (২২), পিতা-মানিক মিয়া, মাতা-ফিরোজা বেগম, সাং-পুরোহিতপাড়া (এডওয়ার্ড স্কুলের পিছনে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন এলাকা হইতে গ্রেফতার করে ।
এসআই(নিঃ) কুমোদলাল দাস, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ সোহেল মিয়া(৪২), পিতা-মোঃ আব্দুলা হালিম, সাং- আকুয়া ভাঙ্গাপুল (অর্নিবান স্কুলের সামনে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন এলাকা হইতে গ্রেফতার করে ।
র্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। সজিত রাজ ধর (১৯) পিতা-কৃষ্ণ রাজ ধর, মাতা-বাসমতি রাণী, সাং- কৃষ্ণেরচর, ১নং ওয়ার্ড, কাকৈরগাড়া ইউপি, থানা-দুর্গাপুর, জেলা-নেত্রকোনা, ২। মেত শিপন খান (১৯), পিতা-জালাল খান, মাতা-মৃত জোবেদা খাতুন, সাং-কৃষ্ণেরচর, ১নং ওয়ার্ড, কাকৈরগড়া ইউপি, খানা দুর্গাপুর, জেলা-নেত্রকোনা, ৩। মোঃ সোহেল মিয়া(৩১),পিতা-ইদু মিয়া, মাতা-ফাতেমা বেগম, স্থায়ী সাং-পাড়ার টেক(সাহেব বাড়ি) নাগরী ইউনিয়ন, থানা-কালিগঞ্জ, জেলা-গাজীপুর, বর্তমানে-১৫৮/৪ ওয়াসা রোড পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর মডেল থানা, ঢাকাদেরকে গ্রেফতার করে এবং আসামীদের নিকট হইতে ২১৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
ইহাছাড়াও এসআই ফিরোজ আলী, এসআই বিশ্বজিত সূত্রধর, এসআই মতিউর রহমান, এএসাই সুকান্ত দেবনাথ, এএসআই ফরহাদ উদ্দিন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৫ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। চামেলী সরকার , দিলিপ চন্দ্র সরকার, স্থায়ী: (সাং-টি ১৩৭ খ নিউকলোনী কালীবাড়ী রোড় বলাশপুর) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
২। মোছাঃ সালমা আক্তার , পিতা-মোঃ ইনু মিয়া, স্থায়ী: (সাং-পাওয়ার হাউজ রোড় কেওয়াট খালী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৩। মোঃ রোকন মিয়া (৩০), পিতা-মোঃ আরশেদ আলী, স্থায়ী: (সাং- চর ঈশ্বরদিয়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৪। মোঃ নাদিম খান, পিতা-মওদুদ খান, সাং-আকুয়া মাদ্রাসা কোয়াটার, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৫। মোঃ শাহাদৎ হোসেন (৫০), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, স্থায়ী: গ্রাম- পান ঘাগড়া (পনঘাগড়া), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
মন্তব্য