সব
এক ছাদের নিচে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দদের একসঙ্গে নিয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৮টি সক্রিয় ছাত্রসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। ইফতার পূর্ব আলোচনা সভায় শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া, একাডেমিক ও আবাসনসংক্রান্ত সমস্যা, সাংগঠনিক কার্যক্রমসহ নানা বিষয়ে মতবিনিময় হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, “বাকৃবি সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট থাকবে।”
বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান রনি বলেন, “সকল ছাত্রসংগঠনই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। তাই পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরও সমৃদ্ধ করা সম্ভব। সাংবাদিক সমিতির এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সকল সংগঠনের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য তৈরি করা।”
অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় এবং একসঙ্গে ইফতার গ্রহণ করেন উপস্থিত সবাই।
মন্তব্য