সব
ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১১ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি থানা পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,এসআই(নিঃ) বিশ্বজিত সূত্রধর, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ সুমন (৩০), পিতা-হযরত আলী, সাং- পুলিশ লাইন উত্তরা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামী নিকট হইতে ১০ পিস ট্যান্টেডাডল ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই(নিঃ) সজীব কোচ, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। সাজ্জাদ হোসেন রিফাত (২১), পিতা-মীর হোসেন হৃদয়, সাং-কৃষ্টপুর নিউ কলোনী, ২। মোঃ মাজহারুল ইসলাম (২০), পিতা-হাবিবুর রহমান হবি, সাং-চর কালিবাড়ী (জামাই চা দোকানের পিছনে শম্ভুগঞ্জ টুল বক্স), উভয় থানা- কোতোয়ালি মডেল জেলা ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আল আমীন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আবুল খায়রে (৪৫), আওয়ামীলীগরে সর্মথক, পতিামৃত-আঃ গফুর, মাতা-মাজদো খাতুন, সাং-রঘুরামপুর র্পূবপাড়া, ২। মোঃ চাঁন মিয়া (৪৮)(আওয়ামীলীগ সমর্থক)পিতা-মৃত তৈয়ব আলী, মাতা-মৃত মালেকা বেগম, সাং- ভাটিঘাগড়া, উভয় থানা-কোতোয়ালী, ৩। মোঃ শামছুল আলম (৫০), (আওয়ামীলীগ সমর্থক), পিতা-মৃত আনোয়ার আলী, মাতা-মোছাঃ রওশন আরা বেগম, সাং-কাজিয়াকান্দা, থানা-ফুলপুর, এ/পি সাং-রাজবাড়ীর পিছনে খান ভবন, থানা-কোতোয়ালী, সর্ব জেলা- ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ হাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ আলী হোসেন (২৬), পিতা-মোঃ লিয়াকত আলী, মাতা-মোছাঃ জোস্না খাতুন, সাং-বোররচর বনপাড়া গুচ্ছগ্রাম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মাসুদ জামালী, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ শহিদুল হক সরকার (৫২) (গৌরীপুর ডেহখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থক), পিতা- মৃত যাদব সরকার, মাতা-শহর বানু, সাং-ডেহখোলা (গাজীপুর), থানা-গৌরীপুর, এ/পি সাং-২৪/এ শ্যামাচরন রায় রোড ইউনিক টাওয়ার নতুন বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এএসআই (নিঃ) মোঃ রাকিবুল আলম, এএসআই (নিঃ) সুকান্ত দেবনাথ, এএসআই কামরুল হাসান, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। মোঃ জাহাঙ্গীর মিয়া , পিতা-রোকন মিয়া, স্থায়ী : গ্রাম- চর ঈশ্বরদিয়া উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
২। মোঃ জাহাঙ্গীর (৩০), পিতা-মৃত রোকন উদ্দিন বেপারী, স্থায়ী : গ্রাম- চর ঈশ্বরদিয়া, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৩। মোঃ কামাল মিয়া , পিতা-মারজ আলী, স্থায়ী : গ্রাম- চর ঈশ্বরদিয়া, উপজেলা/থানা-কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
মন্তব্য