সব
নেত্রকোণার দুর্গাপুরে একটি খামারের পাহাড়াদার জয়নাল মিয়া (৬৫)হত্যার পর ৭ টি গরু লুটের ঘটনার সপ্তাহের মাথায় তিনজন ডাকাতকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার তিনজন হচ্ছেন, দুর্গাপুরের রামবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে দোলন মিয়া(২৮), মহর আলীর ছেলে আব্দুল মান্নান (৪২) ও আব্দুল কাদেরের ছেলে আব্দুল আউয়াল (৩২)।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ এই গ্রেপ্তারের বিষয়টি জানান। পুলিশ সুপার বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের দেয়া তথ্যের বরাতে পুলিশ সুপার বলেন, হত্যা ও ডাকাতিতে ৬ থেকে ৭ জন অংশ নেয়। তারা পাহারাদার জয়নাল উদ্দিনকে খামারের গরুর খড়ের ঘরে সিমিন্টের খুটির সাথে হাত,গলায় কালো ফিতা এবং মুখে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে খামারের ৭টি গরু পিকআপে তুলে নিয়ে যায়। বাকিদের গ্রেপ্তার, গরুগুলি উদ্ধারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।
গত বুধবার(৫মার্চ) দিবাগত রাতে কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের মাহবুবুল হকের খামারে এই হত্যার ঘটনা হয়।
মন্তব্য