সব
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআই(নিঃ) জাহিদুল ইসলাম, সঙ্গীয় র্ফোসসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মিনহাজ উদ্দিন রাব্বী (২২), পিতা-মোঃ হাফিজুর রহমান, মাতা-মমেনা খাতুন, সাং-আকুয়া হাবুল বেপারী মোড়, হারুন মিয়া (২২), পিতা-শফিকুল ইসলাম, মাতা-হাজু, সাং-নিমতলী, মশিউরনগর, আনোয়ার হোসেন (২৯), পিতা-মৃত রুস্তুম আলী, মাতা-আনু বেগম, সাং-নওমহল হাজীবাড়ী, র্সব থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানাধীন নতুন বাজার এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আল আমীন, সঙ্গীয় র্ফোসসহ থানা এলাকায় অভিযান পরিচালনা
করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ মিজানুর রহমান (৩৫), (৯নং খাগডহর
ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি), পিতা-মোঃ সিদ্দিক আলী, মাতা-হাফিজা খাতুন, সাং-
গনেশ্যামপুর, মনতলা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন রহমতপুর বাইপাস এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ সোহেল রানা, সঙ্গীয় র্ফোসসহ থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া মাদক মামলার আসামী তৌফিকুল ইসলাম ফাহাদ ওরফে তৌফিক
ইসলাম ফাহাদ(২৮), পিতা-মৃত আঃ মান্নান, মাতা-রানু আক্তার, সাং-২১১ চরপাড়া (ওভারব্রীজ সংলগ্ন), থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে অত্র
থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হইতে ৩০ পিস
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেন।
এসআই(নিঃ) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় র্ফোসসহ থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ আমিনুল ইসলাম ইমরান (২৬), পিতা-
নুর নবী, মাতা-আমেনা খাতুন, সাং-খাগডহর, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে
অত্র থানাধীন কাশর এলাকা হইতে গ্রেফতার করেন।
এছাড়াও এএসআই (নিঃ) ফরহাদ উদ্দিন, এএসআই (নিঃ) মোঃ মনোয়ার হোসেন
সঙ্গীয় র্ফোসসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ৩ টি
পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা- নোমান (২৩), মোঃ মুক্তার হুসেন, মোছাঃ সুফিয়া খাতুন, স্থায়ী: গ্রাম- আনন্দি পুর
( আনন্দীপুর, চর ভবানীপুর) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, মোঃ উজ্জল মিয়া (৩৪), পিতা-মোঃ ফজলুল হক, স্থায়ী : গ্রাম- আকুয়া (র্পাট) আকুয়া (জুবলী কোর্য়াটার)) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, মোঃ নাদিম খান, পিতা-মওদুদ খান, সাং-আকুয়া মাদ্রাসা কোয়াটার, থানা-কোতোয়ালী,
জেলা-ময়মনসিংহ।
প্রত্যেক আসামীকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
মন্তব্য