সব
বিশ্বব্যাপী সঙ্গীতপ্রেমীদের মধ্যে পরিচিত নাম ব্ল্যাকপিঙ্কের সদস্য জিসু। জনপ্রিয় কোরিয়ান পপ গানের পাশাপাশি তাঁর অভিনয়ও মুগ্ধ করেছে ভক্তদের। এবার নতুন এক সিরিজ এবং একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তিনি।
সম্প্রতি জিসু ঘোষণা করেছেন, তিনি নেটফ্লিক্সের একটি নতুন সিরিজে অভিনয় করবেন, যার নাম ‘মান্থলি বয়ফ্রেন্ড’। এই ফ্যান্টাসি রোমান্স ড্রামাটিতে জিসুর বিপরীতে অভিনয় করছেন কোরীয় অভিনেতা ও গায়ক সিউ ইন গুক। সিরিজটি আগামী বছর মুক্তির কথা রয়েছে, এবং এর দৃশ্যধারণের কাজ ইতিমধ্যেই ফিলিপাইনের চিবু শহরে সম্পন্ন হয়েছে। সেখান থেকে শুক্রবার দক্ষিণ কোরিয়ায় ফিরেছেন জিসু।
এরই মধ্যে, জিসু তাঁর প্রথম একক ইপি ‘মর্টগেজ’ নিয়ে আসছেন, যেখানে রয়েছে মোট চারটি গান। প্রায় দুই বছর আগে ২০২৩ সালের মার্চে ‘ফ্লাওয়ার’ গান দিয়ে একক ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তিনি। সেসময় গানটি ব্যাপক সাড়া ফেলেছিল। এবার, নতুন ইপির মাধ্যমে সঙ্গীতের দুনিয়ায় আরও একটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি।
অভিনয়ে তাঁর যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালে, যখন তিনি ‘দ্য প্রডিউসারস’ সিরিজে প্রথম অভিনয় করেন। এরপর ২০২১ সালে ‘স্নোড্রপ’ সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান। পরবর্তী সময়ে ‘নিউটোপিয়া’সহ বিভিন্ন সিনেমা ও সিরিজেও তাঁকে দেখা গেছে।
২০১৬ সালে ব্ল্যাকপিঙ্কের সঙ্গে জিসুর পথচলা শুরু হয়, এবং বর্তমানে তিনি ঐতিহাসিকভাবে সফল এই গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য। তবে, আসন্ন সময়টিতে তার একক ক্যারিয়ারে নতুন দিগন্তের সূচনা ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
এ বছর শেষে ব্ল্যাকপিঙ্কে ফেরার কথা রয়েছে জিসুর। তবে তার একক ক্যারিয়ারের এই নতুন অধ্যায় সঙ্গীতপ্রেমী এবং অভিনয়প্রেমী ভক্তদের জন্য বিশেষ উপভোগ্য হতে চলেছে।
মন্তব্য