সব
ময়মনসিংহ র্যাব-১৪ সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বিকাল অনুমান সোয়া ৩ টায় কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় সংলগ্ন আব্দুর রাজ্জাক মার্কেট এর ‘‘দেশ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ’’ এর সামনে হতে মুক্তাগাছাগামী পাকারাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় একটি লাল রংয়ের Hero THRILLER মটর সাইকেল দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মটর সাইকেল চালক ও যাত্রীবেশে থাকা অপর একজনকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত সহোদর দুই ভাই মোঃ বাচ্চু মিয়া ওরফে মোহাম্মদ জুনাইদ ইসলাম (৩৮) মোঃ টিপু সুলতান (২৭), উভয় পিতা-সুরুজ আলী, সাং-মাইজবাগ বিল রাউল,থানা-ঈশ্বরগঞ্জ জেলা ময়মনসিংহ। আটককৃতদের হেফাজত হইতে ২৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক ফেনসিডিল ও মটর সাইকেলটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেনসিডিল এর আনুমানিক বাজার মূল্য ১২,২০,০০০/- টাকা।এ ঘটনায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের র্পূুবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য