সব
ময়মনসিংহের হালুয়াঘাটে রাতের আধারে কালী মন্দিরের ৩ টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে শাকুয়াই ইউনিয়নের ভাট্টা এলাকার দক্ষিণা কালীবাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে। এতে মন্দিরে থাকা ৩ টি প্রতিমার মাথা ও হাতের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করা হয়।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার ও হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল খায়ের।
স্থানীয় কালী মন্দিরের পুরোহিত সুজন চক্রবর্তী বলেন, রাত ১০ টা এখানে মানুষের আনাগোনা থাকে। গতরাত সাড়ে ১২টায় ঘুম থেকে উঠে আমাদের গরুর গোয়াল ঘরে যাই। সেখান থেকে মন্দিরের সামনে আসি। সেখানে তাকিয়ে দেখি একটি গেইট কিছুটা ফাঁকা। সেটি দেখে মন্দিরের কাছে মোবাইলের লাইট দিয়ে তাকিয়ে দেখি প্রতিমার মাথা ও হাত ভেঙে ফেলেছে। আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় শান্তিপূর্ণভাবে মিলে মিশে বসবাস করি। আমাদের সাথে সকলের খুবই ভালো সম্পর্ক।
শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী খান বলেন, ঘটনা শুনার পরই বিষয়টি আমি প্রশাসনকে অবগত করি। আমাদের এলাকায় শান্তি বিনষ্টের জন্য হয়তো কেউ পরিকল্পিতভাবে এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।
হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার বলেন, রাত দেড়টায় আমরা এ বিষয়ে খবর পাই। আমাদের টহলদল ঘটনাস্থলে যায়। আমরা সকালে ঘটনাস্থলে আসি। মন্দিরের নিরাপত্তা বেষ্টুনি থাকলেও গেইটে কোন তালা দেওয়া ছিল না। তদন্ত চলছে এবং থানায় নিয়মিত মামলা রুজু হবে।
উল্লেখ্য, গত বছরের ২০ ডিসেম্বর একই ইউনিয়নের বন্দেরপাড়া রাধাগোবিন্দ মন্দির ও ১৮ ডিসেম্বর পার্শবর্তী বিলডোরা ইউনিয়নের পলাশকান্দা গ্রামের কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। এ নিয়ে উপজেলায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলো।
মন্তব্য