সব
জামালপুরে জুলাই শহীদ স্মৃতি হাডুডু টুর্নামেন্টের অনুষ্ঠানে একই মঞ্চে আওয়ামী লীগ নেতা নাজমুল হক বাবু ও বিএনপি নেতা রুহুল আমিন মিলনকে অতিথি হিসেবে দেখা গেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সদর উপজেলার বাংলাদেশ উচ্চবিদ্যালয় মাঠে জুলাই বিপ্লব শহীদদের স্মৃতিতে তারুণ্যের উৎসবের হাডুডু টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় ইউএনওর সঙ্গে তাদের দেখা যায়।
অনুষ্ঠানে ইউএনওর সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপি নেতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি টক অব দা টাউনে পরিণত হয়।
জানা গেছে, জুলাই বিপ্লবে শহীদের স্মৃতিতে তারুণ্যের উৎসব উপলক্ষে হাডুডু খেলার আয়োজন করা হয়। মঙ্গলবার হাডুডু খেলার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এতে মঞ্চে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ আরও অনেকে।
ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু। তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
১৩নং মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু স্থানীয় সাংবাদিকদের বলেন, হাডুডু খেলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন আমাকে ফোন করে দাওয়াত দিয়েছেন। আমি আওয়ামী লীগের উপদেষ্টা পদে নাই। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করার কারণে ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টার পদ থেকে আমাকে বহিষ্কার করা হয়। এরপর গত ২০২৩ সালে আমাকে জেলা আওয়ামী লীগ থেকে উপদেষ্টা করে চিঠি দেওয়া হয়, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করি।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি স্থানীয় সাংবাদিকদের বলেন, নাজমুল হক বাবু চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতি করেছেন সেটা জানতাম না। তাকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি। তিনি নিজের ইচ্ছায় অনুষ্ঠানে এসেছিলেন। শুনেছি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।
মন্তব্য