সব
দেশের জনপ্রিয় সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির পাঁচ (৫) জন গণমাধ্যম কর্মীকে সুনির্দিষ্ট কোন কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক বিবৃতিতে ঐ সকল চাকরিচ্যুত সংবাদ কর্মীদের চাকরিতে পূনর্বহালের দাবিও জানিয়েছেন। একই সাথে দেশের সকল গণমাধ্যম কর্মীর পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেছেন, আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, সময় টেলিভিশনের ৫ (পাঁচ) জন সংবাদ কর্মীকে গত ২২ ডিসেম্বর কোন কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। অকারণে সংবাদকর্মীদের চাকরিচ্যুত করা গনমাধ্যমের কন্ঠরোধ করার উদাহরন, যা জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা ও গনতন্ত্র চর্চার পরিপন্থি। এমন অমানবিক সিদ্ধান্ত মেনে নেয়া যায় না। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতিও আহবান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
মন্তব্য