সব
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন অপরাধে ৬ জনকে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ) ওমর ফারুক রাজু কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও র্ফোসসহ থানানএলাকায় অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী মোঃ রুবেল (৩০), পিতা-মোঃ সাত্তার মিয়া, মাতা-ফিরোজা খাতুন, সাং-শম্ভুগঞ্জ পশ্চিম বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে শম্ভুগঞ্জ এলাকা হইতে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) জসীম উদ্দিন কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও র্ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত বিশেষ ক্ষমতা মামলার আসামী রুবেল হাসান শামীম (৩০), পিতামৃত-নাজিরুল হক সেন্টু, মাতা-বেবী আক্তার, সাং-কাচিঝুলি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কাচিঝুলি এলাকা হইতে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মোজাম্মেল হোসেন কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও র্ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ তাজুল ইসলাম জুয়েল (৪৪), ময়মনসিংহ জেলা তাঁতীলীগের সর্মথক, পিতা-মোঃ সেকান্দর আলী, মাতা- সুরাইয়া বেগম, সাং-১১৫/২ চরপাড়া বাইলেন,
মোঃ হাবীবুর রহমান হাবীব (৩৮), ৩৩ নং ওর্য়াড কৃষকলীগের সর্মথক, পিতা-মোঃ জহিরুল ইসলাম, মাতা-মোছাঃ
জোবেদা খাতুন ,সাং- চরগোবদিয়া, ওর্য়াড নং ৩৩, থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহদ্বয়কে কাঠগোলা এলাকা হইতে গ্রেফতার করা হয়।
এছাড়াও এএসআই (নিঃ) রজব আলী ও রাকিবুল ইসলাম থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ২ জিআর পরোয়ানা তামিল করেন।
পরোয়ানা ভূক্ত আসামীদ্বয়ের নাম ঠিকানা- শহিদুল (৪৫), পিতা-রমজান আলী, সাং-শষ্যমালা কানাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, মোঃ রাসেল, পিতামৃত-মিন্টুমিয়া, সাং-বলাশপুর কসাইপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
মন্তব্য