সব
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদেরউদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৪ডিসেম্বর) সন্ধ্যায় ঘাগড়া বাজারের খেলার মাঠে ঘাগড়া ইউনিয়ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের মাননীয় সহকারী অ্যাটনি জেনারেল জনাব বিল্লাল আহমেদ মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল , ঘাগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মোতালেব, মিঠামইন উপজেলা ছাত্র দলের আহবায়ক মোবারক হোসেন খোকা, শেখমতিউর রহমান প্রমূখ। অনুষ্ঠানের শেষ অংশে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য