সব
ময়মনসিংহে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় দোলোয়ার হোসেন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার রাত ১২টার দিকে ফরিদপুরের নগরকান্দা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দোলোয়ার হোসেন ময়মনসিংহ মহানগরীর বাদেকল্পা এলাকার মৃত আঃ লতিফের ছেলে। নিহত ওই ব্যক্তির নাম মিন্টু মিয়া (৬০)। তিনি একই এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, মিন্টু মিয়ার সাথে দোলোয়ার হোসেনসহ কয়েকজনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ১১ অক্টোবর বেলা ১১টার দিকে মিন্টু ও তার ভাই ইব্রাহিম জমি থেকে ঘাঁস কেটে বাড়ির কাছাকাছি পর্যন্ত আসতেই দোলোয়ার হোসেন, জাহাঙ্গীর, সুজন, দেলোয়ার, আরমান, রুহুল আমিন, খায়রুল ইসলাম, সৌরভ, নাজমুলসহ কয়েকজন তাদের পথরোধ করে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে আলী হোসেন মিতুল বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বলেন, গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে ছিল দোলোয়ার হোসেন। রোববার রাতে তার পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে র্যাব ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহের টিম ফরিদপুরের নগরকান্দা থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
মন্তব্য