সব
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে অবৈধভাবে নিয়ে আসা এক পিক-আপ বোঝাইকৃত ৪০ বস্তা ভারতীয় চিনিসহ ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো মোঃ সেলিম মিয়া (২২), পিতা-মোঃ আব্দুল করিম, মাতা-মোছাঃ আমেনা খাতুন, মোঃ ইজাজুল ইসলাম (২০), পিতা-মোঃ কুদ্দুছ আলী, মাতা-মোছাঃ জরিনা খাতুন, উভয় সাং-গৌরীপুর ৮নং লেঙ্গুরা ইউনিয়ন, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোণার বাসিন্দা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র অফিসার-ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম পিপিএম এর দিকনির্দেশনায় জেলা এসআই (নিঃ) মোঃ আশরাফুল আলম ও সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রঘুরামপুর সাকিনস্থ ময়মনসিংহ নেত্রকোণা মহাসড়কের পাশে জনৈক নাজমুলের ওয়ার্কশপ এর সামনে পাঁকা রাস্তার উপর হইতে চোরাকারবারী ২জনকে গ্রেফতার করে।
অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা এক পিক-আপ বোঝাইকৃত ৪০ বস্তা ভারতীয় চিনি অবৈধভাবে নিয়ে আসার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামী ও চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা এক পিক আপ বোঝাইকৃত ৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য