সব
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পৃথক দুইটি অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এবং গোয়ালকান্দি হাই স্কুল এলাকা হতে ৩৮০ বোতল পেথিডিন ইনজেকশন এবং ১২০ গ্রাম গাজাঁসহ ০৪(চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে ময়মনসিংহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ময়মনসিংহ মাদক নিয়ন্ত্রণ উপ-পরিদর্শক জনাব মোঃ রহমত আলী, সহকারী উপ-পরিদর্শক সর্বজনাব, মোঃ মাহবুব আলম, সুলতানা রাজিয়া, মোঃ ফারুক মিয়া, সিপাই মোঃ আজিজুল, জহিরুল ইসলাম, আকরাম হোসেন ও জুয়েল আকন্দ এর সমন্বয়ে একটি দল গঠন করে পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় টিনের বাড়িতে অভিযান চালিয়ে ১২০গ্রাম পরিমানের গাঁজা বিক্রয়কারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর মোঃ তারা মিয়া(৪০)বেশ অনেকদিন যাবত মাদকের ব্যবসা করে যাচ্ছে নিজ মুখে সত্যতা স্বীকার করে ।
দ্বিতীয় অভিযানটি রাত আট ঘটিকায় গোয়ালকান্দি হাই স্কুল এলাকায় শুরু করে, ঘটনাস্থলে যাওয়া মাত্রই দুই মাদক ব্যবসায়ী মো মোরশেদ (৩৫)ও তার সহধর্ম তানজিনা আক্তার দুঃখিনির (২৪)বাড়ি থেকে ৩৮০ বোতল পেথিডিন ইনজেকশন জব্দ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মন্তব্য