সব
শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম-বার, পিপিএম শেরপুর সদর থানার স্বাভাবিক কার্যক্রম ও গত ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলায় থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ধ্বংসাবশেষ পরিদর্শন করেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) শেরপুর সদর থানায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি উপস্থিত হয়ে থানা কম্পাউন্ড,থানা ভবন,ফোর্সের ব্যারাক ও থানার স্বাভাবিক কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন।
শেরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক পরিষদের সমন্বয়কারী নেতৃবৃন্দরা ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
পরবর্তী পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এসএএফ শাখায় কর্মরত উপস্থিত অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন বিপিএম-বার, পিপিএম জনগণের জানমালের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় নতুন উদ্যমে জেলা পুলিশের সকল সদস্য কাজ শুরু করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে সূদৃঢ় মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধি’র লক্ষ্যে বিভিন্ন বিষয়ে ব্রিফিং প্রদান করে উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার অপারেশন,খোন্দকার নজমুল হাসান পিপিএম-বার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) পুলিশ সুপার, মোঃ আকরামুল হোসেন পিপিএম, কমান্ড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার শেরপুর (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান-সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য