সব
ময়মনসিংহে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরসহ ১১ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি।
শনিবার (১৩ জুলাই) সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্সে এ জাদুঘরের উদ্বোধন করেন তিনি।
জাদুঘরে মহান মুক্তিযুদ্ধে ময়মনসিংহে শহীদ হওয়া পুলিশ সদস্যদের নানা জিনিস স্থান পেয়েছে। তিনি ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আবিদ হোসনের সভাপতিত্বে সমাবেশে ১১টি আসনের স্থানীয় সংসদ সদস্য, সিটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য দেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঞা।
মন্তব্য