সব
বাংলাদেশে এই প্রথম ধানমন্ডিতে রোড সেফটি কমিউনিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ জুন ২০২৪) ধানমন্ডি সোসাইটি ও ডিএমপির ট্রাফিক রমনা বিভাগের মধ্যে অনুষ্ঠিত ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় রোড সেফটি কমিউনিটি গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী এক মাসের মধ্যে উক্ত কমিউনিটি নতুন কমিটি গঠন করে কার্যক্রম শুরু করবে মর্মে সভায় উপস্থিত সকলে অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস. এম মেহেদী হাসান বিপিএম (বার), পিপিএম (বার) ও বিশেষ অতিথি হিসেবে ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জয়নুল আবেদীন এবং ধানমন্ডি সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য