সব
২৪ এপ্রিল ২০২৪ দিনব্যাপী হাইওয়ে পুলিশ এর মাসিক অপরাধ (মার্চ/২০২৪) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) এর সভাপতিত্বে সকাল ১১:০০ টায় এপিবিএন হেডকোয়ার্টার্স এর সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই ডিআইজি (উত্তর) ও অতিরিক্ত দায়িত্ব (অপারেশনস্) মাহ্ফুজুর রহমান, বিপিএম(বার) এর সঞ্চালনায় মার্চ ২০২৪ ও ফেব্রুয়ারি ২০২৪ এবং পূর্ববর্তী বছরের মার্চ ২০২৩ হাইওয়ে পুলিশের খাতওয়ারী ট্র্যাফিক সংক্রান্ত অপরাধের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।
সভায় হাইওয়ে পুলিশ প্রধান মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) , মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের পার্শ্বে অবৈধ স্থাপনাসমূহ অপসারণ ও থ্রি-হুইলার বন্ধে কঠোর নির্দেশ প্রদান করেন।
তিনি হাইওয়ে পুলিশের সকল সদস্যবৃন্দকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন এবং জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। এছাড়াও মহাসড়কে টোকেন বাণিজ্য ও অনাকাঙ্ক্ষিত চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশ প্রদান করেন।
সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি(পশ্চিম), ডিআইজি(উওর), ডিআইজি(পূর্ব), সকল অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার,থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণসহ হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য