সব
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে বিশ্ববিদ্যালয় ছাত্রের ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা’র নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিনের তদারকিতে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, ময়মনসিংহের গুলকিবাড়ী থেকে ছিনতাইকারী বিশ্ববিদ্যালয় ছাত্রের মোবাইল গত শনিবার ১৩ এপ্রিল রাত সাড়ে ৯টায় ছিনিয়ে নিয়ে যায়। শিক্ষার্থীর মোবাইল ছিনতাই ঘটনা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সোমবার গভীর রাতে এসআই সাইফুল ইসলাম মন্ডল তথ্য প্রযুক্তির মাধমে সঙ্গীয় ফোর্স সহ মোবাইলসহ ছিনতাইকারী আকরাম হোসেন ও আল আমিন মন্ডল দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ময়মনসিংহ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মুফাখখারুল ইসলাম তুহিন এর পুত্র গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি টেকনোলজি (আইইউটি) এর সিভিল ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের শিক্ষার্থী ইফতেখার আহমেদ (দোহা) এর কাছ থেকে নগরী এর গুলকিবাড়ী কাজী অফিসের কাছ থেকে গুগল পি এক্সেল একটি মোবাইল দুইজন ছিনতাইকারী ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটিয়েছিল।
উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৌশলী মোহাম্মদ মুফাখখারুল ইসলাম তুহিন এর নিকট মঙ্গলবার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন হস্তান্তর করেন। অভিযুক্ত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য