সব
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৯ জন গ্রেফতার হয়েছে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ নগরী ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে সিআর জিআর পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করে।
কোতায়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আনোয়ার হোসেন বলেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার নির্দেশে ময়মনসিংহে আইন শৃংখলা নিয়ন্ত্রণ রাখতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ১৯ জনকে গ্রেফতার করে কোতোয়ালী পুলিশ। তার মধ্যে এসআই মাসুদ জামালী গলগন্ডা হতে নিয়মিত মামলার আসামী নাইমুল ইসলাম শান্ত ওরফে নাইম ও একই মামলায় কিশোর অপরাধী সীমান্তকে গ্রেফতার করে।
অপর এক অভিযানে এসআই শুভ্র সাহা নেত্রকোনার মোহনগঞ্জ হতে মোহনগঞ্জ থানা পুলিশের সহায়তায় চোরাই য্ওায়া বাস সহ ড্রাইভার মোঃ আল আমিন (২৫) ও নগরীর চরকালিবাড়ী এলাকা হতে ড্রাইভার মোঃ এনামুল হোসেন (২৫) কে গ্রেফতার করে।
অপর আরেক অভিযানে এএসআই আহসান হাবিব ফকির কোতোয়ালী মডেল থানাধীন ডিগ্রীপাড়ায় জুয়াড়ী মোঃ ফরিদ খান (৩০), মোঃ সোলাইমান (২২), আবু সাইদ (২৪), আঃ হান্নান (৩০)কে গ্রেফতার করে এবং জুয়াড়ীদের নিকট হতে নগদ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত ৪৭টি তাস, তিনটি অর্ধপুড়া মোমবাতি উদ্ধার করা হয়। এসআই নুর মোহাম্মদ কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোঃ ফরিদ মিয়া (২৪) ও মোঃ রুবেল মিয়া (৩৮)কে গ্রেফতার করে। এসআই আল মামুন কোতোয়ালী থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ ফারুক (২৮) ও মোঃ মনির হোসেন (৩০)কে গ্রেফতার করে।
এসআই কামরুল হাসান কোতোয়ালী থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী জোবায়েদ হোসেন হিমেল (২৫), কবিরুল ওরফে কবির (২৬) ও সাগর চক্রবর্তী (২৫)কে গ্রেফতার করে। এসআই সুমন দেবনাথ, কোতোয়ালী মডেল থানা এলাকা হতে দস্যুতার মামলার আসামী মোঃ সেলিম মিয়া (৩১)কে গ্রেফতার করে। এছাড়াও এসআই মাসুদ জামালী ০১টি সিআর, এসআই ত্রিদীপ কুমার বীর ০১টি সিআর, এসআই কামরুল হাসান ০১টি জিআর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২ টি সিআর ও ১টি জিআর সহ ৩টি গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
মন্তব্য