সব
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৬টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে স্থানীয় দালালদের সাথে যোগসাজশে গ্রাহক হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুদক সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ হতে ১৩ ফেব্রুয়ারী ২০২৪ খ্রি. একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।এনফোর্সমেন্ট অভিযানকালে টিম উক্ত কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের সাথে কথা বলে এবং কার্যালয়টিতে সিটিজেন চার্টার মোতাবেক সেবা দেওয়া হয় কি-না তা যাচাই করে। এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এনফোর্সমেন্ট টিম অভিযানকালে গ্রাহক হয়রানির বিষয়ে সত্যতা পায়৷ অভিযানে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে টিম কমিশন বরাবর সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় বিভিন্ন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, খুলনা হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে অভিযোগসমূহের বিষয়ে কথা বলে এবং প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। পরবর্তীতে টিম কর্তৃক সরেজমিনে প্রকল্পসমূহ পরিদর্শন করা হয় এবং তথ্য সংগ্রহ করা হয়। টিম সংগৃহীত রেকর্ডপত্র যাচাই ও বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
মন্তব্য