সব
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৭টি অভিযোগের বিষয়ে (০৩টি অভিযান ও ০৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ৩১ জানুয়ারি ২০২৩ খ্রি. দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ১০০টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন প্রকল্প, ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সক্ষমতা বৃদ্ধি নামক প্রকল্প ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প, নয়টি সরকারি কলেজের উন্নয়ন প্রকল্পের অধীন ময়মনসিংহের আনন্দমোহন কলেজ ও জামালপুরের আশেক মাহমুদ কলেজের বহুতল ভবন নির্মাণ সংক্রান্ত তথ্যাবলি গ্রহণ করা হয়। এছাড়াও অবৈধভাবে ভবন বরাদ্দ, মেরামত ও সংস্কার সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র চাওয়া হয়। রেকর্ডপত্র যাচাইপূর্বক টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে দুদক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাতীবান্ধা, লালমনিরহাট -এর ডাক্তারদের বিরুদ্ধে হাসপাতালে নিয়মিত উপস্থিত না থাকা ও রোগীদের চিকিৎসা সেবা প্রদানে অবহেলার অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, কুড়িগ্রাম হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম সেবাপ্রার্থী রোগীদের বক্তব্য গ্রহণ করে। টিম হাসপাতালের সার্বিক পরিবেশ ও রোগীর সেবার অবস্থা পর্যবেক্ষণ করে এবং অভিযোগ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।
ঠিকাদারের বিরুদ্ধে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বগুড়া থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বগুড়া জেলার ধুনট উপজেলাধীন ফলপট্টি হতে থানা মোড় পর্যন্ত রাস্তা সরেজমিনে পরিদর্শন করা হয়। পৌরসভার মেয়র ও সংশ্লিষ্ট প্রকৌশলীর বক্তব্য নেয়া হয়। টিম প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে ল্যাব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। সংগৃহীত নমুনা পরীক্ষা ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম প্রতিবেদন কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
মন্তব্য