প্রকাশের সময়: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ । ১:০৮ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে জয়নাল আবেদীন পার্কে স্বস্থি ফিরে এসেছে

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে জয়নাল আবেদীন পার্কে জনমনে স্বস্থি ফিরে এসেছে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা’র নির্দেশনায় নগরীর শান্তি নিরাপত্তা জনশৃংখলা রক্ষার ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা লগ্নে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের জয়নাল আবেদীন পার্কে ছিনতাই, বখাটে উৎপাত রোধে এবং স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের সন্ধ্যাকালীন আড্ডা নিরসনে উদ্যোগ নেওয়া হয়।

প্রতিনিয়ত জনসচেতনতা রক্ষায় পার্কে শান্তি ও নিরাপত্তা শৃঙ্খলায় সন্ধ্যার পর নদীর পাড়ে দোকানপাট বন্ধ রাখা, শিক্ষার্থীদের আড্ডা না দেওয়ার জন্য সতর্ক করে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) অফিসার ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেনসহ অফিসার ফোর্স।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন