প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ । ৩:৪৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পশ্চিম সুন্দরবনে বন বিভাগের অভিযানে বিষের বোতলসহ জেলে আটক

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

পশ্চিম সুন্দরবনে বনবিভাগের অভিযানে সাতক্ষীরারেঞ্জের আওতায় আন্দারমানিক খালের শাখা খালের মধ্যে থেকে বিষের বোতল, বিষযুক্ত চিংড়ী মাছ, ভেসালী জাল সহ দুই জন জেলেকে আটক করা হয়েছে।

 

সোমবার(১৫ জানুয়ারী) সকালে বনবিভাগ কোবাদক ষ্টেশন কর্তৃক এক অভিযানে জেলেদের আটক সহ মালামাল জব্দ করা হয়।

 

কোবাদক ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার মোঃ মোবারক হোসেন জানান, সকালে টহলকালে সুন্দরবনের মধ্যে আন্দারমানিক খালের আওতায় শাখা খাল কালির খালের মধ্যে একটি নৌকা দেখতে পেয়ে অগ্রসর হয়ে হাতে নাতে খুলনা জেলার কয়রা উপজেলার রইজউদ্দিন খাঁন(৪৫) ও মাছুম মোল্যাকে আটক করে। এ সময় তাদের ব্যবহারিত নৌকা তল্লাসি করে তিন বোতল বিষ এর মধ্যে এক বোতল ব্যব‎হ্নত, একটি ভেসালী জাল, বিষযুক্ত চিংড়ী মাছ, একটি পারমিট জব্দ করা হয়। জানা যায় এ সময় অপর একজন জেলে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

কোবাদক ষ্টেশন কর্মকর্তা জানান আটককৃত জেলেদের বন আইনে মামলা দিয়ে খুলনা জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন