প্রকাশের সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ । ১০:৪৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষে শেরপুরে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি।।

শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে আনন্দ র‍্যালী ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর বুধবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই আনন্দ র‍্যালীর আয়োজন করা হয়।  র‍্যালীটি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম এর সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম।এসময় অন্যান্যদের মাঝে জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদ,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত,শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম আধার,সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা কর্মচারী সহ ক্রীড়াপ্রেমী জনতা উপস্থিত ছিলেন।এর আগে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন