বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে ঢাকায় রাজনৈতিক কর্মসূচী চলাকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শনিবার নাঙ্গলকোট প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
এসময় মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, নাঙ্গলকোট প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ, সমাজকল্যাণ সম্পাদক মো: ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ মজুমদার, সাহিত্য সম্পাদক দুলাল মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নাঙ্গলকোট উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, অর্থ সম্পাদক আব্দুর রহিম বাবলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা ইউছুফ আলী ও সাংবাদিক তানভীর হোসেন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা সম্প্রতি ঢাকায় রাজনৈকিত কর্মসূচী চলাকালীন পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও হামলাকারিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির জানান।