ময়মনসিংহের তারাকান্দায় যুবলীগ নেতার বাসা থেকে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মফিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
মফিদুল উপজেলার রনকান্দা গ্রামের বাসিন্দা মৃত গুঞ্জর আলীর ছেলে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের বাসা থেকে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক এ নেতাকে গ্রেফতার করে পুলিশ।
উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান কাকনী ইউনিয়নের তালদিঘী গ্রামের মৃত কছিম উদ্দিন মেম্বারের ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের বাসায় ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মফিদুল ইসলাম অবস্থান করছেন। অভিযান চালিয়ে মফিদুলকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মফিদুল ইসলামের নামে গত ১ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে তারাকান্দা থানায় মামলা দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার মফিদুল ইসলাম থানা হাজতে রয়েছে। বুধবার সকালে আদালতে পাঠানো হবে।