ময়মনসিংহে বঙ্গবন্ধু সম্প্রীতি সংসদ -বাংলাদেশ কর্তৃক বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বৃহস্পতিবার (৫ অক্টোবর ২০২৩) বিকাল ৪ ঘটনায় বঙ্গবন্ধু সম্প্রীতি সংসদ -বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি সৈয়দা রোকেয়া আফসারী শিখা’র সভাপতিত্বে মাজহারুল আনোয়ার সোহেল খানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা প্রিন্সিপাল লে. কর্নেল (অবঃ) ডঃ মোঃ সাহাবুদ্দিন উপদেষ্টা জেলা আওয়ামী লীগ ময়মনসিংহ। প্রধান আলোচক উপদেষ্টা অধ্যক্ষ (অবঃ) শামসুল বারী।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক শিবলী সাদিক খান, জেলা বঙ্গবন্ধু সম্প্রীতি সংসদের সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, মহানগর সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র ঘোষ, সহ সভাপতি মোঃ লুৎফর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন উজ্জ্বল, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান আহাদ, সহ সভাপতি হেলেনা আজাদ, নাজমুন নাহার, সহ সভাপতি সারোয়ার কাউয়ুম, সাংগঠনিক সম্পাদক ফারহানা আফরোজ বিউটি, সাংস্কৃতিক সম্পাদক কাঙ্গাল শাহীন, মহিলা সম্পাদক লুবানা আফরোজ লুনা, শ্রম সম্পাদক তাসলিমা ইয়াসমিন কলি, যুব ও ক্রিড়া আঃ মান্নান, শিল্প ও সংস্কৃতি এস এম স্বপন, সভাপতি সদর সোলায়মান মিয়া মহন, আমজাদ শ্রাবণ, আবুল কালাম আজাদ, মাসুদ রানা, আশিক মামুন, দিয়া মনি প্রমুখ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মুক্তিযোদ্ধের চেতনাকে বুকে ধারণ করে নতুন প্রজন্মের নিকট বঙ্গবন্ধু রাজনৈতিক বর্ণাঢ্য জীবন ইতিহাস তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করতে বঙ্গবন্ধু প্রেমী সকল শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।