ফেনী জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে) এর সাধারণ সভা ও সাংবাদিকদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর সোমবার বিকেল শহরের ডাক্তার সাজ্জাদ মিলনায়তনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে) জেলা কমিটির সভাপতি এম এ সাঈদ খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএমইউজে কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খাঁন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নিলু, জেলা কমিটির সহ সভাপতি কবি ইসহাক মজুমদার, এম এ দেওয়ানী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ওমর ফারুক ভূঁইয়া, সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি আফতাব মোমিন, বিএমইউজে জেলা কমিটির আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক এম রহমান দুলাল ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী, দপ্তর সম্পাদক আতিকুর রহমান রোজেন, প্রচার সম্পাদক কাজী নুরুল আলম নিলু, সাহিত্য সম্পাদক আবুল হাসনাত রিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক রেহানা আলম মিতু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরহাদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম তোতা, কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন মামুন, আনোয়ার হোসেন, এ এন এম গোলাম সরওয়ার নয়ন, ইয়াসিন আরাফাত মজুমদার, কাজী আশরাফুল হাসান টুটুল, মিজানুর রহমান পলাশ সহ আরো অনেকে।
সাধারণ সভায় সিদ্ধান্ত হয় যে, পর পর ৩ টি সভায় অনুপস্থিত সদস্যকে অব্যাহতি দেয়া ও
সদস্য হতে ইচ্ছুকদের আবেদন যাচাই-বাছাই করে গ্রহণ করা হবে। সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করা হবে। পরে উপস্থিত সকল সাংবাদিকদের মাঝে বিএমইউজে লগো সম্বলিত গেঞ্জি উপহার বিতরণ করেন নেতৃবৃন্দ।