শেরপুরের ঝিনাইগাতীতে একই দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিএনপি’র তিন শীর্ষ নেতা মৃত্যুবরণ করেছেন। (ইন্নানিল্লাহে… রাজিউন)। মৃত্যুবরণকারীরা হলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল সালাম,সিনিয়র যুগ্ন আহবায়ক রেজাউল করিম এবং ধানশাইল ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সম্পাদক শাহজামাল।রবিবার রাতে ও দিনে তাদের এ মৃত্যুর ঘটনা ঘটে।পরে রবিবার দুপুর আড়াইটার সময় স্থানীয় শালচুড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল সালাম এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল,সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান,শালচুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, মরহুমের বড় ছেলে আরিফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।উক্ত জানাজায় দলমত নির্বিশেষে হাজারও মুসল্লীগণ অংশ গ্রহন করেন।