প্রকাশের সময়: রবিবার, ৬ আগস্ট, ২০২৩ । ৩:২০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়িয়া ইছাইলে বশত বাড়ীতে হামলা ভাংচুর অগ্নিসংযোগের অভিযোগ

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

ফুলবাড়িয়া ইছাইলে বশত বাড়ীতে হামলা ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শনিবার (৫ আগস্ট) ২০২৩ তারিখে দুপুর ২.৩০ মিনিটে ফুলবাড়িয়া ইছাইল পূর্বপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে আব্দুল হামিদ, আনিছুর রহমান আনিস, জামাল উদ্দিন, মোখলেছুর রহমান, আবু সাইদ, হাসিকুলগণ লোকজন নিয়ে রফিকুল ইসলাম, আব্দুর রহিম ফারুক আহমেদদের বড়ীতে হামলা করে বাড়ীর বাউন্ডারী দেওয়া টিনের বেড়া ভাংচুর করে ৫ বান টিন নিয়ে যায় এবং গরুর খড়ে আগুন জ্বালিয়ে দিয়ে গো-খাদ্য বিনষ্ট করে অনুমান দুই লক্ষ টাকার ক্ষতিসাধন করে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানা যায়, ফুলবাড়িয়া ইউনিয়নের বাদল চেয়ারম্যান একপক্ষ রফিকুল ইসলামদের অনুপস্থিতে বেলা ১২.৩০ মিনিটে একতরফাভাবে আব্দুল হামিদগংদের নিয়ে সালিস বৈঠক নামে উস্কানি দিয়ে চলে আসার পরই দুপুর ২.৩০ মিনিটে আব্দুল হামিদ গংয়েরা এ ঘটনা ঘটিয়েছে।

এবিষয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মারামারির ঘটনা ঘটেছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, লিখিত অভিযোগ পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন