জামালপুরের ইসলামপুর জেলা বিএনপির ত্রাণ-পূণর্বাসণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব সহ ৯ জন কে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (৩আগষ্ট) পৌর শহরের স্টেশন রোড ইসলামপুর প্রেস ক্লাব মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, জামালপুরের ইসলামপুর উপজেলা পৌর শহরের ইসলামপুর প্রেসক্লাব মোড়ে ব্যক্তিগত ব্যবসায়ী অফিস থেকে দলীয় তাদেরকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃতদের গতকাল ৪ আগষ্ট শুক্রবার ইসলামপুর থানা পুলিশ পুরাতন মামলা দেখিয়ে জামালপুর কোর্টে প্রেরণ করেন।
গ্রেফতারকৃতরা হলেন, জেলা বিএনপির ত্রাণ ও পূণর্বাসণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তকিন বাঁধন, পৌর ছাত্রদলের সাবেক আহ্ববায়ক সোহেল রানা খোকন, জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, পৌর কৃষক দলের সদস্য সচিব মশিউর রহমান, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক শ্রী জয়ন্ত কুমার, শাহনেওয়াজ শাহান শাহ, রাসেল মিয়া ও শ্রমিক দলের যুগ্ম আহ্ববায়ক মোখলেছুর রহমান।
এ ব্যাপারে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ জানান, গত বৃহস্পতিবার (৩আগষ্ট) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ নেতা কর্মীদের গ্রেফতারের খবর শুনে রাতেই ঢাকা থেকে এসে জামালপুরে কোর্টে দেখা করেছি এবং তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে জামিনের ব্যবস্থা করা হবে। অন্যায়ভাবে বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরাে বলেন, বিএনপির আন্দোলনকে সরকার ভয় পেয়ে গ্রেফতারের পথ বেছে নিয়েছে। অন্যায়ভাবে গ্রেফতার করে বিএনপির আন্দোলনকে থামানো যাবেনা।
ইসলামপুর প্রেসক্লাব মোড়ে ব্যক্তিগত ব্যবসায়ী অফিস থেকে অন্যায়ভাবে আমাদের দলীয় নেতা কর্মীদের গ্রেফতারের কথা জিজ্ঞেস করলে তিনি জানান, বিএনপির আন্দোলন দেখে সরকারের মাথা নষ্ট হয়ে হয়ে পড়েছে। তাই অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সাব-ইন্সপেক্টর (এস.আই) মোঃ মাহমুদুল হাসান মোড়ল জানান, গ্রেফতারকৃতরা দুই মামলার পলাতক অজ্ঞাত আসামী থাকায় তাদের গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।