প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ । ১১:৫৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ বিক্রি দায়ে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি।।

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজার নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার অপরাধে অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে অভিযানে নেতৃত্বদেন তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা, পঞ্চগড় এবং প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী।

অভিযানে তিনটি দোকান হতে মোট ৭০.২৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ৭৫০০/-(সাত হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে তেঁতুলিয়া মডেল থানার একদল পুলিশ সদস্য সক্রিয়ভাবে সহযোগিতা করেন। অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন