প্রকাশের সময়: রবিবার, ২৫ জুন, ২০২৩ । ১:৪৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

তেঁতুলিয়ায় এক নারীর মরদেহ উদ্ধার

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি।।

তেঁতুলিয়ায় সদর ইউনিয়নে কৃষ্ণ কান্ত জোত গ্রামের কসিমের স্ত্রী মোছাঃ জমিলা খাতুন (৭০) বাংলা চা কোম্পানির গেটের পাশের পুকুর থেকে ভাসমান

এক নারীর মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া থানা পুলিশ।

রবিবার (২৫ জুন ) সকালে দিকে তাকে উদ্ধার করে তেঁতুলিয়ায় মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শী তপনকুমার জানান, আমরা খবর পেয়ে তেঁতুলিয়ায় সরর্দার পাড়া টি কোম্পানি পাশে খাল থেকে ওই নারীকে ভাসমান অবস্থায় উদ্ধার করি। পরে উপজেলা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তেতুলিয়ায় সদর ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মুনসুর আলী জানান, অজ্ঞাত ব্যক্তি (নারী) ভারসাম্যহীন (পাগল) ছিলো।

তেতুলিয়া মডেল থানার এস আই মানিক জানান, স্থানীয় গ্রামবাসি ভাসমান মরদেহ দেখতে পেয়ে সকাল ০৯.৩০ ঘটিকায় খবর দেন যে, তেঁতুলিয়া মডেল থানায়, পরে সরর্দার পাড়া বাংলা টি কোম্পানি গেটের পূর্ব দিকে খালের
বিপরীত পাশে ভাসমান মৃত ব্যক্তি পড়ে আছে। সুরতহাল প্রতিবেদন লিপিবদ্ধ পূর্বক ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল, পঞ্চগড় মর্গে প্রেরণ করা হইয়াছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন