প্রকাশের সময়: রবিবার, ২৫ জুন, ২০২৩ । ১:১৮ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদ’কে সামনে রেখে যানজট ও চাঁদাবাজি প্রতিরোধে মাওনা হাইওয়ে পুলিশের অভিযান

মোঃ মোবাশ্বির হোসেন হৃদয়, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।।

ঢাকা মায়মনসিংহ মহাসড়কের কিছু অংশ মাওনা হাইওয়ে থানার আওতাধীন (নতুন বাজার হতে জৈনা বাজার পর্যন্ত) চলাচল করতো (থ্রি হুইলার, টমটম, নছিমন, সিএনজিসহ আরো অন্যান্য অবৈধ যানবাহন ।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কংকন কুমার বিশ্বাস এর নেতৃত্বে শুরু করেন যানজট ও চাঁদাবাজি নিরসনে অভিযান।

এ অভিযানে ওসি’র নির্দেশনায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এর কাছে জানতে চাইলে তিনি ৭৫ বাংলাদেশ’র প্রতিবেদককে জানান আমি এখানে আসার আগে কি হয়েছে, জনসাধারণগণ কত টুকু পুলিশ সদস্যদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছে তা আমি জানিনা। তবে আমি এখানে আসার পর থেকেই (থ্রি হুইলার, টমটম, নছিমন, সিএনজিসহ আরো অন্যান্য অবৈধ স্থাপনা) লাইসেন্স ও কাগজবিহীন যানবাহন ও চাঁদাবাজি দূর করার পদক্ষেপ গ্রহণ করি যাতে জন সাধারণের কোনো রকম ভোগান্তিতে পড়তে না হয়, আর মহাসড়কে যাতে যামযট না থাকে ।

গত (১৫) জুন থেকে আমি নতুন করে অভিযান শুরু করেছি। যাতে ঈদের ছুটিতে জনসাধারণের যানযট ও অন্যান্য ভুগান্তিতে না পড়তে হয় এই দিকে কাজ করে যাচ্ছি।

এ বিষয়ে একজন ( অস্থায়ী ) এলাকাবাসী (তাকওয়া বাস এর ড্রাইভার) মোঃ বাচ্চু মিয়ার কাছে থেকে জানতে চাইলে তিনি ‌‌‌‌‌‌‌ ৭৫ বাংলাদেশ’কে জানান
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কংকন কুমার বিশ্বাস এ থানায় আসার পর থেকেই ঢাকা মায়মনসিংহ মহাসড়কে আর কোনো যামযট দেখতে পাওয়া যায় নাই।

সাগর নামে একজন (তাকওয়া বাস এর স্টাফ) ৭৫ বাংলাদেশ’কে জানান (ওসি) কংকন কুমার বিশ্বাস স্যার আসার পর থেকে ঢাকা মায়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা , লাইসেন্স ও কাগজবিহীন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করার জন্য প্রতিনিয়তই অভিযান পরিচালনা করে যাচ্ছেন।

সর্বশেষে অফিসার ইনচার্জ (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন পুলিশ জনগনের বন্ধু, আমরা সবসময় জনগণের পাশেই আছি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন