সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার (২ মে) সকাল ১০ টায় উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের লবনাক্ততা মোকবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা বিষয়ক স্থানীয় মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পাটিসিপেটরী একশন রিসার্চ অব হিউম্যান ফর এাডভান্সমেন্টের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেক্টর-৭, আইএমইডি, ঢাকার মহাপরিচালক মুহাম্মদ
আবদুল হান্নান।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা, মহিলা বিষয়ক অধিদপ্তরের জিসিএ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মোঃ ইকবাল হোসেন, সেক্টর-৭, আইএমইডি, ঢাকার পরিচালক খলিল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সেক্টর-৭, আইএমইডি, ঢাকার মূল্যায়ন কর্মকর্তা সঞ্জয় কর্মকার প্রমুখ।
কর্মশালায় সরকারি, বেসরকারী কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশাজীবিরা অংশ গ্রহণ করেন।