প্রকাশের সময়: সোমবার, ১ আগস্ট, ২০২২ । ৮:১৬ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার শিশু ধর্ষণ মামলায় সুজন (২৬) নামে প্রতিবেশী যুবকের যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘেষণা করেন।

দন্ড-প্রাপ্ত সুজন(২৬) দৌলতপুর উপজেলার আলী নগর গ্রামের শাহারুল মন্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টায় বাড়িতে পিতা-মাতার অনুপস্থিতির সুযোগে প্রতিবেশী যুবক সুজন জোরপুর্বক টেনে-হিচড়ে ঘরের মধ্যে নিয়ে শিশু কন্যা(১৪)কে ধর্ষণ করে। এ সময় শিশুটির আর্তচিৎকার শুনে আশপাশের অন্যান্য প্রতিবেশীরা ছুটে আসলে পরিস্থিতি বেগতিক দেখে সুজন গুরতর আহত শিশুটিকে ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের সাহায্যে আহত শিশুকন্যাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরিবার।

এ ঘটনায় আহত শিশু কন্যার মা বাদী হয়ে সুজনকে একমাত্র আসামি করে দৌলতপুর থানায় ধর্ষণ মামলা করতে গেলে ২ জানুয়ারি, ২০১৯ তারিখে বাদীর এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ধর্ষক সুজনের বিরুদ্ধে শিশু ধর্ষণে জড়িত থাকার অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক আজিজুর রহমান।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এ্যাড. আব্দুল হালিম বলেন, দৌলতপুর থানার শিশু ধর্ষণ মামলাটি দীর্ঘ সাক্ষ্য শুনানী শেষে আসামি সুজনের বিরুদ্ধে আনীত শিশু ধর্ষণে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজার আদেশ দিয়েছেন আদালত।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন