প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ । ২:১৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে অ্যাড. মতিউর রহমানকে আইন বিষয়ক সম্পাদক করায় কৃতজ্ঞতা

মো: মাইন উদ্দিন উজ্জ্বল :

আওয়ামী লীগের সহযোগী সংগঠন ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে। বুধবার (১ মার্চ ২০২৩) স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে মোহাম্মদ আব্দুল আউয়াল মিন্টু-কে সভাপতি ও আজিজুর রহমান ইমন-কে সাধারণ সম্পাদক করে এ পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

কমিটিতে অ্যাড. মতিউর রহমান ফয়সাল-কে আইন বিষয়ক সম্পাদক করায় সংগঠনের সংগ্রামী কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টু ও সাধারন সম্পাদক আজিজুর রহমান ইমন, কেন্দ্রিয় কমিটির সদস্য টিপু সুলতান রন্টি-সহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অ্যাড. মতিউর রহমান ফয়সাল নতুন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অ্যাড. মতিউর রহমান ফয়সাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্য শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগণকে সম্পৃক্ত করা এবং তাদেরকে ঐক্যবদ্ধ করতে এই কমিটি যথাযথ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন