প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ । ২:২৭ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতক্ষীরার কালীগঞ্জে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন, সাতক্ষীরা প্রতিনিধি।।

আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পহেলা মার্চ বুধবার সকাল সাড়ে দশটায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রাঙ্গন থেকে চতুর্থ জাতীয় বীমা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য রালী বাহির হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান প্রদক্ষিণ করে, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতীয় বীমা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কালিগঞ্জ উপজেলা জি এম মোঃ আবদুর রহমান, জীবন বীমা কর্পোরেশনের ডি এম ইনচার্জ মো জালাল উদ্দিন, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গন গ্রামীন বীমা ডিভিশনের পক্ষে বলায় চন্দ্র দাস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কালীগঞ্জের আনিসুর রহমান, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর উপজেলা প্রতিনিধি মোঃ শুকুর আলী, সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি সহ অন্যান্য বীমা কোম্পানির কর্মকর্তা, কর্মী, সাংবাদিক, সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয় বীমা দিবসের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন