প্রকাশের সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩ । ১১:২৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ মাদ্রাসা গ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

পিরোজপুর অফিস:

বাংলাদেশ মাদ্রাসা গ্রন্থাগার সমিতির ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি আজ বুধবার (১লা মার্চ) ঘোষণা করা হয়।

কমিটিতে নোয়াখালীর চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার গ্রন্থাগার প্রভাষক আনোয়ার হোসাইনকে সভাপতি ও পিরোজপুরের বেতমোর আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসার গ্রন্থাগার প্রভাষক মুহাম্মদ ইয়াসিন আরাফাতকে সেক্রেটারি করে বাংলাদেশ মাদ্রাসা গ্রন্থাগার সমিতির এ কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন বলেন, এটা বাংলাদেশের সকল মাদ্রাসার গ্রন্থাগার পেশাজীবীদের সংগঠন। নিজেদের মাঝে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি গ্রন্থাগার পেশাজীবীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি। ক্রমান্বয়ে বিভাগ, জেলা এবং উপজেলা কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ মাদ্রাসা গ্রন্থাগার পেশাজীবীদের মানোন্নয়ন ও বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে কাজ করার প্রত্যয়ে গঠিত হয় একটি সক্রিয় সংগঠন ‘ বাংলাদেশ মাদ্রাসা গ্রন্থাগার সমিতি’। স্কুল ও কলেজ গ্রন্থাগার সমিতির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে মাদ্রাসা গ্রন্থাগার সমিতি।

গত ১লা জুলাই ২০২১ সমিতির আহবায়ক কমিটি ঘোষণা করা হলে দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত থাকলেও অবশেষে জনাব আনোয়ার হোসাইন কে সভাপতি ইয়াছিন আরাফাত কে সেক্রেটারি ১লা মার্চ বাংলাদেশ মাদ্রাসা গ্রন্থাগার সমিতির অফিসিয়াল পেডে সমিতির সভাপতি ও সেক্রেটারি স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয়, ধারাবাহিক ভাবে বিভাগ, জেলা ও উপজেলা কমিটি ঘোষণা করা হবে বলে জানায় সংগঠনটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন