প্রকাশের সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩ । ১২:৪৩ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কের উপর পাথর-বালু স্তুপ করে রাখার দায়ে ৫ পাথর ব্যবসায়ীর জরিমানা

খাদেমুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি।।

পঞ্চগড়ে বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় হাইওয়ে সড়কের দুই পার্শ্বে সড়ক ও জনপথ বিভাগের জায়গার ১০ মিটারের উপর রাস্তার ঢাল দখল করে অবৈধভাবে স্তুপ করে রাখা পাথর, বালু, স্টোন ক্রাশিং ও নেটিং মেশিন অপসারণের লক্ষ্যে আজ মঙ্গলবার (২৮ ফ্রেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়া ও বাংলাবান্ধা ইউনিয়নের অর্ন্তগত হাইওয়ে সড়কের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় হাইওয়ে সড়কের উপর পাথর, বালু, নির্মাণ সামগ্রী স্তুপ করে রাখাসহ অস্থায়ী স্থাপনা নির্মাণ করার দায়ে পাঁচ জন পাথর ব্যবসায়ীকে ৮০,০০০/- (আশি হাজার) টাকা অর্থদন্ড এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যানবাহন চালানোর দায়ে এক ট্রাক চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।

এ সময় অভিযানে সহযোগীতা করেন তেঁতুলিয়া মডেল থানার এসআই গোলাম নুর কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন