প্রকাশের সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩ । ১২:২৭ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভ্রাম্যমান কম্পিউটার ট্রেনিং এর সমাপনি অনুষ্ঠান সম্পন্ন

মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি।।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ৪৫ দিন ব্যপী ভাম্যমান কম্পিউটার ট্রেনিং এর সমাপনি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ (মঙ্গলবার) ২৮ ফেব্রæয়ারী তারিখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তেঁতুলিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ভ্রাম্যমান কম্পিউটার ট্রেনিং এর ১ জানুয়ারী ২০২৩ থেকে ২৮ ফেব্রæয়ারী ২০২৩ পর্যন্ত ৪৪ কর্ম দিবস এ প্রশিক্ষণ কার্যক্রম চলে। প্রশিক্ষনে ২৫জন নারী শিক্ষার্থী ও ১৫ জন পুরুষ শিক্ষার্থী অংশ নেয়। এর মধে ২৭ ফেব্রæয়ারী ২০২৩ খ্রি. তারিখে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন যুব উন্নয়ন অধীদপ্তরাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস অব-আন্ডার পিভিলেঞ্জড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ( টেকাপ ২ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে দুই(২) মাস মেয়াদি কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর সমাপনি ও সনদপত্র বিতরনী অনুষ্ঠান অনুঠিত হয়েছে। এসব প্রশিক্ষণ কাজে লাগিয়ে ঘরে বসে হাজার হাজার টাকা অর্জন করা সম্ভব বলে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজী মাহমুদুর রহমান । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকসুদুল কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যন সুলতানা রাজিয়া শিল্পি ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ প্রধান।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন