ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রামনগর (উত্তর) উচ্চ বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাপ্রধান অতিথির বক্তব্য রাখেন ফু্লবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম শামছুল হুদা সভাপতিত্বে উক্ত ক্রীড়ানুষ্ঠানে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন , সাংগঠনিক সম্পাদক শামছুল আলম আকন্দসহ প্রমুখ ব্যক্তিবর্গ,বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হেলাল উদ্দিন উজ্জ্বল, ফুলবাড়িয়া প্রতিনিধি।।