প্রকাশের সময়: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ । ১:২৩ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

তেতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ভজনপুরে মকবুলার রহমান সরকারী কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু

খাদেমুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি।।

উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল্লাহ রুবেল (২৬) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভজনপুর মহাসড়কে পুরাতন ব্রীজ পার্শ্ব সড়কে তেতুঁলিয়া হাইওয়ে থানার সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

রুবেলের বাড়ি উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ফুটকিবাড়ি হাজিপাড়া এলাকায়। তিনি ওই এলাকার জহির আলীর ছেলে। রুবেল পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজে স্নাতকে পড়াশোনা করতেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ব্যক্তিগত কাজ শেষে পঞ্চগড় থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন রুবেল। এসময় তিনি ভজনপুর ইউনিয়নের পুরাতন ব্রীজ সড়কের তেতুঁলিয়া হাইওয়ে থানার সামনে পৌঁছলে মোটরসাইকেলের উচ্চগতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে সড়কের পাশে বালিতে পিছলে সড়কে ছিটকে পড়ে যান। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।

পরে তাকে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এব্যাপারে

তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন