প্রকাশের সময়: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ । ১১:৪৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জুলহাস আলমকে সংবর্ধনা

হেলাল উদ্দিন উজ্জল,ফুলবাড়িয়া প্রতিনিধি।।

জাতীয় প্রেসক্লাব নির্বাচনে ব্যবস্থাপনা কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় বার্তা সংস্থা এপি’র ব্যুরো প্রধান ও ময়মনসিংহের ফুলবাড়ীয়ার কৃতি সন্তান জুলহাস আলমকে সংবর্ধনা প্রদান করেছে ফুলবাড়ীয়া প্রেসক্লাব।

শনিবার সন্ধ্যায় গ্রীণ সিটি প্রেসক্লাব কার্যালয়ে ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম। বক্তব্য রাখেন সংবর্ধিত জুলহাস আলম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জুলহাস আলমের সহধর্মিণী সালীনা চৌধুরী, সাপ্তাহিক ফুলখড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম খান।

এর আগে জুলহাস আলমকে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ ও অতিথিরা৷ পরে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন